হঠাৎ করেই আমেরিকা যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার
সহকর্মীরা তার বাকস্বাধীনতা হরণ করেছেন, এমন অভিযোগ এনে কমিশনের সভা বর্জন করা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ২০ অক্টোবর দেশটির উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ বিষয়ে মাহবুব তালুকদার সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কমিশন সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মাহবুব তালুকদার আমেরিকায় থাকবেন। সেখানে তিনি মেয়ে আইরিন মাহবুবের কাছে অবস্থান করবেন।
কমিশনের সঙ্গে নিজের মতামতের অমিলের মধ্যে হঠাৎ করে বিদেশ সফরে যাচ্ছেন এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার। ফলে তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এর আগে বিকেলে কমিশনের সভা বর্জন বিষয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন মাহবুব তালুকদার।
তিনি জানান, নিজের মতামত তুলে ধরতে না পেরে কমিশন সভা বর্জন করেছেন।
মাহবুব তালুকদারের ভাষ্য, কমিশন সচিবালয় ৮ অক্টোবর তাকে বক্তব্য কমিশন সভায় উপস্থাপনের জন্য এক আন-অফিসিয়াল নোটে অনুরোধ জানায়। কিন্তু, সোমবার সভায় উপস্থাপন করতে গেলে তা আমলে নেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও বাকি তিন নির্বাচন কমিশনার।
আর এতে অপমানিতবোধ করে সভা বর্জন করেছেন বলে দাবি করেন তিনি।
এর আগে গত ৩০ আগস্ট সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে কমিশনের ৩৫তম সভাও বর্জন করেছিলেন মাহবুব তালুকদার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন