সৌদিতে কাতারের নাগরিকদেরও কি হত্যা করা হয়েছে?

সৌদি আরবে আটক কাতারের চার নাগরিকের সন্ধানের আহ্বান জানিয়েছে দোহাভিত্তিক জাতীয় মানবাধিকার কমিটি এনএইচআরসি।

রোববার কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিএনএ নিউজ এজেন্সিতে প্রকাশিত সংস্থাটি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

গত বছর কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক বিরোধী দেখা দেয়ার পর সৌদি আরব কাতারের এ চার নাগরিককে আটক করে বলে খবর প্রকাশ করা হয়। তবে তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে তা জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এনএইচআরসি নিখোঁজ ওই ব্যক্তিদের পূর্ণ নিরাপত্তারও দাবি জানিয়েছে।

কাতারের সাংবাদিক মাজিদ আল-খেলাফি বলেছেন, খাশোগি হত্যার ঘটনায় তাদের চার নাগরিক নিখোঁজ হওয়ার বিষয়টি ধামাচাপা পড়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

কাতারের ওই চার নাগরিককেও হত্যা করা হতে পারে আশঙ্কা করে তিনি বলেন, খাশোগির ঘটনা বলে দিচ্ছে কাতারের চার নাগরিকের ভাগ্যে কী হতে পারে।