‘খাশোগির মতো আমাকেও দূতাবাসে কুচি কুচি করে কেটে ফেলবে’
সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার ঘটনায় নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে বৃহস্পতিবার এক স্ট্যাটাসে তিনি এ আশঙ্কা করেন।
তসলিমা নাসরিন লিখেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে কুচি কুচি করে কেটে ফেলেছে সৌদি রাজ পরিবারের কাছের লোকজন। তাও আবার ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতর।
তিনি বলেন, বাংলাদেশ তো সৌদি আরব নামক পবিত্র ভূমির পূজা করে চলে। সৌদি আরবের অনুকরণ করেই চলেছে দেশটি। এখন ভাবছি আমি যে, আমার বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার জন্য বা বিদেশি পাসপোর্টে বাংলাদেশের ভিসা নেয়ার জন্য বা পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়িত করার জন্য বাংলাদেশ দূতাবাসে মাঝেমধ্যে যাই। যদিও ওদের দিয়ে কিছু করাতে ব্যর্থ হই, আমার তো মনে হয় দূতাবাসে যাওয়া আমার বন্ধ করে দিতে হবে।
তসলিমা বলেন, আমার উপস্থিতি দূতাবাসের লোকদের যথেষ্ট ইরিটেট (বিরক্ত) করে। তারা তো আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে একদিন। ঠিক যেমন সৌদি আরব কেটেছে জামাল খাশোগির মতো নির্ভীক সাংবাদিককে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন