ক্ষমতার স্বপ্ন দেখারও সুযোগ নেই ঐক্যফ্রন্টের : হানিফ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/657567.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর ক্ষমতার স্বপ্ন দেখারও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হানিফ।
সংসদ সদস্য হানিফ বলেন, ‘ক্ষমতার স্বপ্ন তাদের দেখার কোনো সুযোগ নেই। আর এই জোটের কে প্রধানমন্ত্রী হবে না হবে। ক্ষমতায় যেতে পারলে তো মন্ত্রী প্রধানমন্ত্রীর হিসাব আসবে।’
ঐক্যফ্রন্টে যুক্ত রাজনৈতিক দলগুলো বিদেশিদের কাছে ধরনা দিয়ে যাচ্ছে জানিয়ে হানিফ বলেন, ‘জনগণের প্রতি তাদের আস্থা নেই। এদের আস্থা হচ্ছে বিদেশিদের প্রতি। এ জন্যই বিদেশিদের কাছে ধরনা দেওয়ার জন্য প্রথমে গিয়েছেন। একটা জোট গঠন করে প্রথমেই তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে বিদেশিদের কাছে তাদের দাবিদাওয়া নিয়ে গেছে। তো অপেক্ষা করুক। বিদেশিরা যদি কখনো তাদের ক্ষমতায় বসায়, তারা যেন তখন ক্ষমতায় আসে।’
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন