পর্দায় আসছে নকল জসিম!
পর্দায় আসছে নকল জসিম! বাংলা চলচ্চিত্রের ‘টাইগার’খ্যাত নায়ক জসিম আবার পর্দায় ফিরছেন! তাকে নিয়ে তৈরি করা হচ্ছে একটি বিজ্ঞাপনচিত্র। তবে বিজ্ঞাপনে থাকছেন না তিনি, তার মতোই একজনকে দিয়ে তৈরি হচ্ছে এটি। মূলত প্রয়াত জসিমের মতোই দেখতে একজন অভিনয় করবেন এতে। পর্দায় হাজির হবেন নায়ক জসিম হিসেবে।
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনায় আছেন নাফিস রেজা। শৈল্পিক নির্দেশনায় আছেন আশরাফুল আলম রিপন। তিনি জানান, প্রাণ আরএফএল পিভিসি পাইপের বিজ্ঞাপন এটি।
আশরাফুল আলম রিপন বললেন, ‘এতে শক্তিশালী অভিনেতা জসিমকে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। দেখানো হবে, তিনি অনেক ধরনের চাপে থাকেন। আর কীভাবে এর সমাধান আসে সেটার ফলাফলও দেখানো হবে।’
জানা যায়, কোক স্টুডিওতে আজই (২৫ অক্টোবর) এর কাজ শেষ হবে। এতে জসিমের রূপে মডেল হয়েছেন রিয়েল। মূলত তিনি প্রাণ প্রডাকশনেই কাজ করেন। তার চেহারা জসিমের মতো হওয়ায় অনেক তাকে এ নামেও ডাকেন। আর সে কারণেই এ বিজ্ঞাপনে তাকে নেওয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন