বাংলার কিশোরদের কাছে বিধ্বস্ত মালদ্বীপ
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিলো উচ্ছ্বাস-মেহেদীরা।
খেলার শুরু থেকেই আধিপত্য ধরে রাখে পারভেজ বাবুর শিষ্যরা। মাঝ মাঠ দখলে নিয়ে আক্রমণের পসরা সাজায় তারা। সাফল্য পেতেও অপেক্ষা করতে হয়নি। ১১ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। স্কোর করেন নিহাদ জামান উচ্ছ্বাস। এরপর ২০ এবং ২৩ মিনিটে আরো ২ গোল করে হ্যাট্রিক পূরণ করেন উচ্ছ্বাস। প্রথমার্ধে আরো এক গোল করেন মেহেদী। ৪-০’র লিডে বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে এসে আক্রমণের ধার আরো বাড়ায় বাংলার কিশোররা।
৪৬ মিনিটেই নিজের ৪র্থ গোল করেন উচ্ছ্বাস। এরপর ৪৭ ও ৬৬ মিনিটে আরো ২ গোল করে সমর্থকদের আনন্দে ভাসান রাসেল। পাল্টা আক্রমণে উঠার চেষ্টা করেও ব্যর্থ হয় মালদ্বীপ। উল্টো খেলার শেষ মুহূর্তে আরো ২ গোল হজম করে তারা। ৯-০’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন