শ্রমিক ধর্মঘটের খবর ‘জানেন না’ শাজাহান খান!

নৌমন্ত্রী শাজাহান খান দাবি করেছেন চলমান বাস ধর্মঘট নিয়ে তিনি কিছুই জানেন না।
তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কিছু বলতে চাই না’।
রোববার সচিবালয়ে তার দফতর থেকে বের হলে সাংবাদিকরা হঠাৎ করেই সারাদেশে বাস ধর্মঘট বিষয়ে জানতে চাইলে তিনি এমন বিস্ময়কর দাবি করেন।
তিনি বলেন, ‘আমি জানি না, আমি কিছু জানি না। আমি এটা নিয়ে কিছুই বলবো না।’
আপনি শ্রমিকদের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি – সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবেও তিনি কোনো কোনো কথা বলতে চান নি।
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে বাস ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে রাজধানী ঢাকায় সকাল থেকে অফিসগামী মানুষের ব্যাপক ভোগান্তি দেখা গেছে। এমনকি শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে মটরসাইকেল থেকে ড্রাইভার ছাড়া অতিরিক্ত যাত্রীদের জোর করে নামিয়ে দেন। ফলে উবার, পাঠাওসহ বেশকিছু রাইড শেয়ারিংও করতে পারছেন না সাধারণ যাত্রীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















