বিপিএলে দলই পেলেন না নাফীস-রাজ্জাক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে দল পাননি শাহরিয়ার নাফীস ও আব্দুর রাজ্জাক। রোববার অনুষ্ঠিত নিলামে উপেক্ষিত থেকে গেছেন এই দুই শীর্ষ ক্রিকেটার। তরুণদের মধ্যে জুবায়ের হোসেন লিখন দল পানি।
নাফীস এবং রাজ্জাক জাতীয় দলে অটোমেকিট চয়েজ ছিলেন এক সময়। বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টিতে অধিনায়কত্বও করেন নাফীস। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নাফীস এবং রাজ্জাক দুজনই নিয়মিত পারফর্মার। বিপিএলে দেশি খেলোয়াড়দের মধ্যে প্রথম সেঞ্চুরিটি তো এসেছিল নাফীসের ব্যাট থেকেই।
তারপরও কিনা নিলামে কোনো দল পেলেন না ৩৩ বছর বয়সী নাফীস। গেল আসরে রংপুর রাইডার্সে খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ৩৬ বছর বয়সী রাজ্জাকও থেকে গেলেন উপেক্ষিত। তিনিও গেল আসরে খেলেছিলেন রংপুরে।
এদিকে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনও গতবার রংপুরে খেলেছিলেন। এবার কেউ আগ্রহ দেখায়নি তাকে নিয়ে। তুষার ইমরানেওর একই হাল।
ঘরোয়া ক্রিকেটে পরিচিত নামগুলোর মধ্যে দল পাননি তানবির হায়দার খান, নাজমুল হোসেন মিলন, সাকলাইন সজীব, মুক্তার আলি, ধীমান ঘোষ, ইলিয়াস সানীর মতো তারকাও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন