এমন সফল পার্লামেন্ট আগে দেখিনি : রওশন এরশাদ
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘এ সংসদে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কতটা ভূমিকা রাখতে পেরেছি সেটা জনগণই মূল্যায়ন করবে। তবে এমন সফল পার্লামেন্ট আমি আগে কখনও দেখিনি। আমাদের দল জাতীয় পার্টি এ সংসদে বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী নিয়মিত সংসদে এসেছেন। আমরা সংসদে এসেছি।’
সোমবার রাতে জাতীয় সংসদের ২৩তম ও সমাপনী অধিবেশনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘নির্বাচন কমিশনকে যেন ফ্রি হ্যান্ডে নির্বাচন পরিচালনা করতে দেয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা কাউকে নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা না করি, এমন প্রতিক্রিয়া ব্যক্ত না করি। আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করি। আসুন আমরা গণতন্ত্রের পথে হাঁটি। আমরা সবাই মিলে নির্বাচন করি। সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন করি। বিরোধী দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেই।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় সংখ্যালঘুরা নানা শঙ্কায় থাকে। এটা দূর করতে হবে। তারা যাতে নিরাপদে থাকে। জোর করে কেউ যাতে কিছু করতে না পারে। তারাও যেন নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচন একটি সর্বজনীন ব্যবস্থা। একটা সুষ্ঠু সমাজ গড়তে গেলে একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সবাই মিলে গণতন্ত্র সুসংহত করতে হবে। বিরোধী দলগুলোর নির্বাচনে অংশ নেওয়র সুযোগ দিতে হবে। আমি মনে করি, নির্বাচন শুধু ক্ষমতা রদবদল নয়, এর সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। দেশ যেন ভালোভাবে চলে সেটাও নিশ্চিত করতে হবে।’
বিরোধী দলীয় নেতা সংসদে মুক্তিযোদ্ধা কোট বহাল রাখার দাবি জানান। একইসঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন তিনি। স্মার্টফোনের মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘রাতের বেলা ফেসবুক বন্ধ করে দেয়া হোক। কারণ এর মাধ্যমে নতুন প্রজন্ম নেশাগ্রস্থ হয়ে যাচ্ছে। তারা রাত জেগে হরর ছবি দেখছে। তাদের নৈতিক অবক্ষয় হচ্ছে। এ বিষয়ে পদক্ষে না নিলে আমরা এ প্রজন্মকে হারিয়ে ফেলব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন