ভারতীয় ক্রিকেট নিয়ে আতঙ্কিত সৌরভ!
ভারতীয় ক্রিকেট প্রশাসনের বাজে অবস্থা তুলে ধরে ই-মেইল পাঠিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি সি কে খান্না, সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
বিসিসিআইর কাছে পাঠানো এক চিঠিতে সৌরভ লিখেছেন, ‘ভারতে ক্রিকেট যেভাবে চলছে, তা মেনে নেওয়ার মতো নয়। এটা খুবই শঙ্কার কথা। এমন অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়বে খেলাটির জনপ্রিয়তা।’
ক্রিকইনফোর এক খবরে বলা হয়ছে, সৌরভ তিনটি ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রশাসনিক কমিটির কার্যক্রম, কোচ নিয়োগ ও টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন প্রসঙ্গে।
প্রশাসনিক কমিটির কার্যক্রম নিয়ে সৌরভ বলেন, ‘গত কয়েক বছর ভারতীয় ক্রিকেট যেভাবে চলছে, তা খুবই হতাশার। প্রশাসকদের প্রতি ভক্তদের আস্থা পড়তির দিকে। তা নিয়ে আমি খুবই শঙ্কিত, তাই এই মেইল পাঠিয়েছি। আমাদের ক্রিকেট কোন পথে যাচ্ছে, বলা মুশকিল।’
আর নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘এ নিয়ে কম বলাই ভালো। কারণ সেখানে আমার অভিজ্ঞতা খুবই আতঙ্কজনক।’
বোর্ডের সিইও রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ নিয়ে সৌরভ বলেন, ‘সিইওর বিরুদ্ধে ওঠা অভিযোগে বোর্ডের ভাবমূর্তিই নষ্ট হয়েছে। গোটা ঘটনাকে মোটেই ভালোভাবে সামলানো হয়নি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন