‘আসল বিএনপি’ও গণভবনে সংলাপ চায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চান তথাকথিত ‘আসল বিএনপি’র কামরুল হাসান।
বুধবার এই নিয়ে প্রধানমন্ত্রী বরাবর ঠিঠি দিয়েছেন তিনি।
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাসিম।
নামিসের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে দলের সংকটকালীন দুই সদস্য জহির উদ্দীন ও কবি মেহরাব পিয়াস নাসিমের পক্ষ হতে এই চিঠি তুলে দেন।
বার্তায় বলা হয়, নাসিম তার চিঠিতে লিখেছেন, ‘আমরা দেশবাসী অবগত যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সকলের মতো এই নির্বাচন নিয়ে আমার মনে শংকা নেই’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















