তুর্কি মন্ত্রীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
তুরস্কের মন্ত্রীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বিচারমন্ত্রী আব্দুল্লাহমিত গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সুয়েলুর ওপর ওই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
তুরস্কে দুই বছর আগে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা জড়িত থাকার অভিযোগ যুক্তরাষ্ট্রের ধর্মযাজক ব্রান্সনকে গ্রেফতার করা হয়। তুর্কি আদালত তাকে গৃহবন্দি রাখার আদেশ দেয়।
ব্রান্সনকে মুক্তি দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুরস্ককে অনুরোধ জানানো হয়। ট্রাম্প প্রশাসনের সেই অনুরোধে মুক্ত হয়নি ব্রান্সন। ফলে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা দেখা দিলে গত আগস্ট মাসে তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এর কয়েক দিন পর তুরস্কের কয়েকটি পণ্যে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে তুর্কি মুদ্রা ‘লিরা’র মূল্য কমতে থাকে।
তবে বেশ কয়েক দিন আগে ব্রান্সনকে মুক্তি দেয় তুরস্ক। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এর ফলে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে ধারণা করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন