রাঙামাটিতে গৃহবধূর আত্মহত্যা

রাঙামাটি শহরে আলম ডর্ক ইয়ার্ড এলাকার জান্নাতুল নাঈম (২১) নামে গৃহবধূ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আলম ডর্ক ইয়ার্ড এলাকার ড্রাইভার রবিউল আলমের স্ত্রী। কি কারণে গৃহবধূ জান্নাত ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
নিহত জান্নাতের স্বামী রবিউল জানান, তারা সুখের সংসার করছিল। শুক্রবার বিকেলে বাসায় এক সঙ্গে নাস্তা করে তিনি গাড়ি চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার কামাল জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















