শোকরানা মাহফিলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতার দাবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল থেকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করেছেন কওমি আলেমরা।
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জামিয়াতুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ এ দাবি উত্থাপন করেন।
রোববার সকাল ৯টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ মাহফিল শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী।
এর আগেই আলেমদের সমাগমে একপ্রকার জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।
মাহফিলে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী।
মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেন, দেশের গ্রামে-গঞ্জে প্রচুর মসজিদ আছে। সেখানে ইমাম ও মুয়াজ্জিনরা কাজ করেন। তারা ৫০০-৭০০ টাকা ভাতা পান। কিন্তু অনেক দেশে ইমাম, মুয়াজ্জিনদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করা হয়। আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও সেই ব্যবস্থা আছে।
তিনি বলেন, আমি মসজিদ ইমামদের জন্য পাঁচ হাজার টাকা আর মুয়াজ্জিনদের জন্য তিন হাজার টাকা ভাতার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। এতে ৫০০-৭০০ কোটি টাকার মতো লাগবে।
প্রসঙ্গত, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় এ শোকরানা মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন