২৫ বছর পর বিয়ের আইনি ভিত্তি পেলেন ১০ দম্পতি
অবশেষে ২৫ বছর পর বিয়ের আইনি ভিত্তি পেলেন ১০ দম্পতি। সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে নিবন্ধন করা হয়েছে। এরা সকলেই হিন্দু ধর্মাবলম্বী। বিয়ের ২৫ বছর পর সোমবার হিন্দু বিবাহ নিবন্ধন আইনে ওই দম্পতিদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। এমন ঘটনা ঘটেছে রাজশাহী জেলার চারঘাটে।
উপজেলা পরিষদের মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বিবাহ নিবন্ধনের আয়োজন করে।
যাদের বিবাহ নিবন্ধন হয়েছে তারা হলেন— স্বপন কুমার কর্মকার ও সুমিতা কর্মকার, উজ্জল কুমার সাহা ও শিল্পি রাণি সাহা, মিলন কুমার সাহা ও পারুল রাণি বালা, সঞ্জিত কুমার সাহা ও মিতা রাণি সাহা, দিলিপ সরকার ও ভারতি সরকার, মিঠুন হলদার ও সুমি হলদার, মানিক দাস ও চন্দনা দাস এবং অনিক কুমার ও বর্ণা রাণি।
এসব দম্পতি ১৫ থেকে ২৫ বছর আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ে রেজিস্ট্রেশন আইন না থাকায় এতদিন হিন্দু দম্পতিদের বিয়ে রেজিস্ট্রি হয়নি।
বিবাহ নিবন্ধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক।
এসিডির প্রোগ্রাম ম্যানেজার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, এসিডির প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, হিন্দু বিবাহ রেজিস্ট্রার রাজিব কুমার প্রামাণিক প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন