ঐক্যফ্রন্টের সমাবেশে থাকছেন অলি-ইবরাহিম-ইসহাক-পার্থরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিবেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় নেতারা। মঙ্গলবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির বাইরে জোটের অন্য যেসব নেতা সমাবেশে যোগ দিবেন তার মধ্যে রয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের আমির মাওলানা মো. ইসহাক, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার।
বিষয়টি নিশ্চিত করছেন কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।
সম্প্রতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এই প্রথম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় আজ প্রথমবারের মতো মঞ্চে উঠবেন কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল সোমবার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন তিনি।
আজকের সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। এ ছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন