সংলাপ ব্যর্থ হলে ৮ নভেম্বর ঐক্যফ্রন্টের রোডমার্চ
বুধবারের সংলাপ ব্যর্থ হলে পরের দিন ৮ নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
একইসঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানো না হলে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রাও করবে নবগঠিত জোট।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে এ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বুধবারের সংলাপে দাবি না মানা হলে ৮ মার্চ রাজশাহী অভিমুখে রোডমার্চ করা হবে। সেখানে পরের দিন ৯ নভেম্বর সমাবেশ করা হবে। এরপর ধারাবাহিকভাবে খুলনা ও ময়মনসিংহেও রোডমার্চ এবং সমাবেশ করা হবে। আর তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখেও পদযাত্রা করা হবে।’
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ জনসভা করে ঐক্যফ্রন্ট। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোটের শরিক দলগুলো ও বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন