শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী
বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ চায় শান্তিপূর্ণভাবে দেশে নির্বাচন হোক। আর স্বাধীনতা বিরোধীরা দেশের অগ্রগতি চায় না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গণভবনে এই বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে এই সংলাপ শুরু হয়।
আটটি বাম দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ১৬ জন নেতা উপস্থিত রয়েছেন। সংলাপে বাম নেতাদের মধ্যে বাসদের খালেকুজ্জামান, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পাটির রাশেদ খান মেননসহ জোটের জেষ্ঠ্য নেতারা অংশ নিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন