এবার মার্কিন কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারী নির্বাচিত!

এবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। এবারই সবচেয়ে বেশি নারী সদস্য কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।এই নির্বাচনে ১১৩ আসনে বিজয়ী হয়েছেন নারীরা, যা একটি অনন্য দৃষ্টান্ত।

মার্কিন কংগ্রেসে এর আগে নির্বাচিত সর্বোচ্চ নারী ছিলেন ১০৭ জন। ওই রেকর্ড এবার ভেঙে গেছে। এবার নির্বাচিত ১১৩ জনের মধ্যে একেবারেই নতুন হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ২৮ জন নারী।নতুন নির্বাচিত হওয়া ২৮ জন নারী প্রতিনিধির মধ্যে ২৭ জনই ডেমোক্র্যাট দলীয়।

প্রসঙ্গত, এবার মূলত ট্রাম্পের প্রেসিডেন্সি ঠেকাতে বিশাল সংখ্যক নারী নির্বাচনের সাথে যুক্ত হয়েছেন।নারীদের কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা ‘মি টু’ আন্দোলনও নির্বাচনে প্রভাব ফেলেছে।

সূত্র: ইউএসএ টুডে, সিএনএন