সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছি। জনগণ যাকে ভোট দেবে, সেই ক্ষমতায় আসবে।
শনিবার সন্ধ্যায় গণভবনে রংপুরের পীরগঞ্জ, গোপালগঞ্জের কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ভোটের জন্য নয়, জনগণের জন্য সারা দেশে সুষম উন্নয়ন করেছে। যে উন্নয়ন হয়েছে, তাতে ভোট চাইতে না গেলেও জনগণ ভোট দেবে বলে আশা করি।’
জনগণের দোরগোড়ায় গিয়ে সরকারের উন্নয়নের প্রচার ও ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কোনো জ্বালাও-পোড়াও হলে, তাদের ক্ষমা করা হবে না।’
এ সময় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নূর হোসেন মন্ডল আওয়ামী লীগে যোগ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন