বিএনপির কার্যালয়ে ভিড় আচরণবিধির লঙ্ঘন নয় : ইসি
বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে মনোনয়ন ফরম কিনতে আসায় যে ভির হচ্ছে এটা আচরণ বিধি লঙ্ঘন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ।
মঙ্গলবার রাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে নিজ কার্যালয়ে সাংবাদিকদেও এ কথা বলেন কমিশনার।
বিএনপি ভোটে আসার ঘোষণা দেয়ার পর সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। আর সেদিন থেকেই নয়াপল্টন ও আশেপাশের এলাকায় বিএনপির কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় তৈরি হয়। তারা রাস্তায় অবস্থান নেয়ায় ব্যাহত হয় যান চলাচল। দীর্ঘ যানজটের ভোটান্তিতে পড়ে নগরবাসী।
এর আগে আওয়ামী লীগের ফরম বিক্রির সময়ও ধানমন্ডি এলাকাতেও ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়। এই ধরনের শোডাউন নির্বাচনী আচরণবিধির লংঘন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে।
তবে নির্বাচন কমিশনার রফিকুল বলেন, ‘বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম নিতে যে লোক আসছে এটা আচরণবিধি লংঘনের পর্যায়ে পড়ে না। কারণ সারা বাংলাদেশে প্রতি আসনে তিন জন করে যদি নমিনেশন নিতে আসে তাহলে ৯০০ জন হয়। আর তাদের সঙ্গে যদি দুই জন করে আসে তাহলে ১৮০০ জন হয়। তাহলে নয়শত ও ১৮০০ মিলে হয় ২৭০০।
‘ধরি, এই তিন হাজার লোক এই কার্যালয়ের সামনে থাকবে। এটা তো আচরণবিধির লংঘন নয়। আর এটাকে যদি আপনারা লিখেন আচরণবিধি লংঘন হচ্ছে, তাতে নিজের প্রতি অন্যায় করবেন, নিজের বাস্তবতার প্রতি অন্যায় করবেন, মানুষের প্রতি অন্যায় করবেন, দলের প্রতি অন্যায় করবেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন