মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কিনে আবারো ব্যাপকভাবে আলোচনায়ে এসেছেন কেবল ব্যবসায়ী থেকে উঠে এসে বলিউড অভিনেতা বনে যাওয়া আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
এর আগে গতকাল সোমবার তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙল’ মার্কায় নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কেনেন। জানা গেছে, মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির কাছে সেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
সোমবার হিরো আলমের মনোনয়নপত্র কেনার সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে সেটা ভাইরাল হয়। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তিনি।
জানা গেছে, মঙ্গলবার সারাদিন বগুড়ার সবখানে হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল। এক সময় বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে সিডি বিক্রি করতেন হিরো আলম। একপর্যায়ে ডিশ লাইনের ব্যবসা শুরু করেন।
তারপর মিউজিক ভিডিও তৈরি করেন। ইউটিউবে তার পাঁচ শতাধিক মিউজিক ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো নিয়ে ব্যাপকভাবে ট্রল হয়। ফলে ব্যাপক পরিচিতি পান হিরো আলম।
হিরো আলম পড়াশোনা করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। অন্যদিকে তিনি যে আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই বগুড়া-৪ আসনে ১৯৯৪ সালের উপনির্বাচনে প্রয়াত সাংসদের ছেলে জিয়াউল হক মোল্লা দলীয় মনোনয়নে সাংসদ হন।
পরে আরো তিনবার সাংসদ হন তিনি। ২০০৮ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে মোস্তফা আলী মুকুলকে দলীয় মনোনয়ন দেওয়া হলে তিনি মহাজোট মনোনীত জাসদের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে হারিয়ে সাংসদ হন। সেই আসনে মোট ভোটার তিন লাখ ১১ হাজার নয়শ ৪১ জন।
এবারের নির্বাচনে জিয়াউল হককে দলে ফিরিয়ে এনে প্রার্থী করতে যাচ্ছে বিএনপি। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ঘোষণা দিয়েছেন একেএম রেজাউল করিম তানসেনের নাম। জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ওই আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন