কয়টি মনোনয়নপত্র বিক্রি হলো যুক্তফ্রন্টের?
দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তফ্রন্টের মনোনয়নপত্র সংগ্রহ ও বিক্রি কার্যক্রম। কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
বুধবার(১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বাড্ডায় প্রার্থীরা মনোনয়নপত্র কিনতে আসেন। দুই দিনে ৭৩টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এখনো ঠিক করা হয়নি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ও স্থান। মঙ্গলবার(১৩ নভেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সংলাপে বসে যুক্তফ্রন্ট।
পরে জোটের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী জানান, মহাজোটের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। সংলাপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন