টাকা সমাচার || অনিন্দ্য আসাদ

টাকা সমাচার
অনিন্দ্য আসাদ


টাকার পিছে তুমি ঘুরো
টাকার পিছে আমি
টাকার পিছে মামা ঘুরেন
টাকার পিছে মামী।

টাকার পিছে নানা ঘুরেন
টাকার পিছে নানী
টাকা হলে মেলায়যে হাত
আগুন এবং পানি।

টাকার পিছে খালু ঘুরেন
টাকার পিছে খালা
টাকা পেলে আইজুদ্দিনের
কমে বুকের জ্বালা।

টাকার পিছে দাদী ঘুরেন
টাকার পিছে দাদা
টাকা পেলে শ্যমের বুকে
মাথা রাখে রাধা।

টাকার পিছে চাচা ঘুরেন
টাকার পিছে চাচী
টাকা হলে হাতে মেলে
শিয়াল কোটের কাচি।

টাকার পিছে ফুপা ঘুরেন
টাকার পিছে ফুপি
টাকার পিছে হেজাগ বাতি
টাকার পিছে কুপি।

টাকার পিছে নায়িকা ঘুরে
টাকার পিছে নায়ক
টাকার পিছে শিল্পী ঘুরে
টাকার পিছে গায়ক।

টাকার পিছে ডাক্তার আর
টাকার পিছে কবি
টাকার পিছে ইঞ্জিনিয়ার
এটাই তাদের হবি।

টাকার পিছে সবাই ঘুরে
নয় আলাদা কেউ
টাকার গাঙে ডুবেই মরে
যতই থাকুক ঢেউ।