ইসির কথার বাইরে গ্রেপ্তার করে না পুলিশ : সিইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করছে না বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং শেষে সিইসি এ কথা জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের প্রথম দিন আজ। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।
ব্রিফিং শেষে সকালে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমাদের কথা পুলিশ মান্য করে। আমাদের কথার বাইরে গিয়ে বিনা কারণে কাউকে গ্রেপ্তার করে না। আইন মতো যেভাবে আমাদের যাওয়া দরকার, আমরা সেভাবে যাচ্ছি।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পুলিশকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নিয়ন্ত্রণে আছে, সেদিনও আমরা পুলিশ… সব পুলিশকে ডেকেছি। তারা আসছে না? আমাদের ইন্সট্রাকশন তারা নিয়েছে এবং আমাদের ইন্সট্রাকশনে তারা কাজ করবে, কথা দিয়েছে। এখন পর্যন্ত তারা সেটা করে যাচ্ছে।’
আপনারা নির্দেশনা দিলেও সরকারের নির্দেশ পুলিশ পালন করছে কি না জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘সরকারের কোনো নির্দেশ নাই এখানে। নির্বাচন সংক্রান্ত বিষয়, আমাদের নির্দেশ মাঠে যায়। সেটাই প্রতিফলিত হয়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন