যে আসনে মনোনয়ন পেলেন খালেদা জিয়া

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে মনোনয়নের চিঠি হস্তান্তর শুরু করেছে বিএনপি। বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়া হয়েছে খালেদা জিয়াকে। কার্যক্রম শুরুর আগে, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনকে ছাড়াই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সোমবার বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হয়।

বগুড়া- ৬ ও ৭ আসনে বেগম জিয়াকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়েই সোমবার বিকেলে মনোনীত প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তরের কার্যক্রম শুরু করে বিএনপি। বেগম জিয়া কারাগারে থাকায় তার পক্ষে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন স্থানীয় নেতারা।

এসময় দলের চেয়ারপারসনকে ছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।

নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে যাচ্ছে বিএনপি।

এসময় ফখরুল বলেন, নিরপেক্ষতার কোন অবকাশই নেই। প্রশ্ন উঠবে যে তারপরেও আমরা এই নির্বাচনে যাচ্ছি কেন? নির্বাচনে যাচ্ছি শুধু একটি কারণে সেটা হল নির্বাচনের মাধ্যমে একটি আন্দোলন সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই।’

এদিকে, মনোনয়নের চিঠি হস্তান্তরের কার্যক্রম গতকাল বিকেল থেকে শুরু হলেও সকাল থেকেই বিএনপির চেয়ারপারসনের গুলশানে কার্যালয়ের সামনে ভিড় জমান দলীয় নেতা-কর্মীরা।

নির্বাচনের দলীয় টিকিট হাতে পেয়ে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের প্রার্থীরা।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিএনপিতে যোগদান করেন। তাকে স্বাগত জানান মির্জা ফখরুল।

৩শ’ আসনের মধ্যে বিএনপি ২৪০ টি নিজেদের জন্য রেখে বাকি ৬০টি আসন ২০দল ও জাতীয় ঐক্যফ্রন্টের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। প্রথম দিনের মনোনয়নের চিঠি দেয়ার কার্যক্রম চলে সোমবার মধ্য রাত পর্যন্ত। দ্বিতীয় দিন ঢাকাসহ অন্যান্য বিভাগের মনোনীত প্রার্থীদের চিঠি দেবে বিএনপি।