বিএনপির চিঠি পেলেন হেলাল, বাবু ও নায়িকা শায়লা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকে এ চিঠি ইস্যু শুরু হয়।
শুরুতে ময়মনসিংহ- ১ আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ধানের শীষে প্রতীকে ভোট করার চিঠি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর ফরিদপুর-৪ আসনে দলের মনোনয়নপত্র নিয়ে বের হন চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা।
মনোনয়নের চিঠি পেয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে। আমি এই আসনে বিজয়ী হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব।’
সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
নায়িকা শাহরিয়া ইসলাম শায়লা বলেন, ‘এবার সারা দেশে ধানের শীষের জোয়ার। জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘জনগণের জন্য আমি ইতোমধ্যে অনেক কাজ করেছি। তারা আমাকে অবশ্যই ভোট দেবেন।’
এরপর খুলনা-৪ আসনে সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার চিঠি ইস্যু করা হয়। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে বিজয় চিহ্ন দেখান।
এ ছাড়া এখন পর্যন্ত যারা মনোনয়ন চিঠি পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু। তাকে লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।
আর ফরিদপুর-২ আসনে মোহাম্মদ শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
মনোনয়ন নেয়ার জন্য সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন।
এর আগে সোমবার বিএনপি দলীয় মনোনয়নের চিঠি দেয়া শুরু করে। প্রথম দিনে ১২৪টি আসনে মনোনয়ন চিঠি ইস্যু করা হয়। এতে প্রার্থী তালিকায় ঠাঁই পান কমপক্ষে ২০৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন