ঢাকার ২০টি আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্রের চিঠি দেয়া হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীদের।
মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে ওইসব চিঠি দেয়া হয়।
ঢাকার ২০টি আসনে মনোনয়ন পেলেন যারা—
ঢাকা-১ আবু আশফাক ও ফাহিমা হোসাইন জুবলি, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী, ঢাকা-৪ সালাহউদ্দিন ও তার ছেলে তানভির আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ প্রকৌশলী ইসরাক হোসেন ও কাজী আবুল বাশার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবিব-উন-নবী খান সোহেল, আফরোজা আব্বাস ও হাবিবুর রশীদ হাবিব ঢাকা-১০ আব্দুল মান্নান ও ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, ঢাকা-১১ এম এ কাইয়ুম ও এ জিএম শামসুল হক মনোনয়ন তুলেছেন, ঢাকা-১২ সাইফুল আলম নিরব, ঢাকা-১৩ আতাউর রহমান ঢালী ও আবদুস সালাম, ঢাকা-১৪ সাবেক ফুটবলার আমিনুল হক ও এস এ সিদ্দিক সাজু, ঢাকা-১৫ মামুন হাসান, ঢাকা-১৬ আহসান উল্লাহ, ঢাকা-১৭ মেজর (অব.) রুহুল আলম চৌধুরী ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৮ এস এম জাহাঙ্গীর, ঢাকা-১৯ দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা-২০ ব্যারিস্টার জিয়াউর রহমান খান।
তবে ঢাকা-৭ ও ১১ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, ঢাকা- ৭ আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি।
আর ঢাকা-১১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ কাইয়ুম মামলার আসামি। তিনি এখনো দেশে ফিরতে পারেননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন