এবার আ’লীগের মনোনয়ন না পেয়ে কাঁদলেন দারা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচিত রাজশাহী-৫ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন কাজী আব্দুল ওয়াদুদ দারা।
শুক্রবার বিকালে পুঠিয়ার বিড়ালদহে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় তিনি আওয়ামী লীগকে জয়ী করতে সকলকে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অনেকে।
গত ২০০৮ সালে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুঠিয়া-দুর্গাপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুল ওয়াদুদ দারা।
এবার তার পরিবর্তে রাজশাহী-৫ আসনে মনোনয়ন পান বিএমএ ও স্বাচিপ নেতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমান।
প্রসঙ্গত, এর আগে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে কেঁদেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এছাড়া আওয়ামী লীগের আরেক নেতা শরীয়তপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলীর ছেলে ডা. খালেদ শওকত আলীকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ায় তার সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন