অসুস্থ হয়ে হাসপাতালে আ’লীগ নেতা গোলাপ
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মাদারীপুর-৩ আসনে দল মনোনীত প্রার্থী ড. আব্দুস সোবহান গোলাপ। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে নির্বাচনী এলাকা কেন্দুয়া ইউনিয়নের মস্তফাপুর এলাকায় গণসংযোগকালে এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান জানান, কেন্দুয়া থেকে মাদারীপুর আসার পথে মস্তফাপুরে গোলাপ ভাই বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ভাল আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন