কালো নির্বাচন নয়, সাদা নির্বাচন করতে চাই : ইসি মাহবুব
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, কালো নির্বাচন নয়, সাদা নির্বাচন করতে চাই।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তদন্ত কমিটির সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে কোনো নিরপরাধ ব্যক্তিকে সাজা না দিয়ে দোষীদের সাজা দিতে জেলা ও দায়রা বিচারকদের প্রতি নির্দেশ দেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন।
এ সময় আরেক নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, নির্বাচন সুষ্ঠু করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীরই দায়িত্ব না, নির্বাচনী কাজে নিয়োজিত সবারই দায়িত্ব।
সুষ্ঠু নির্বাচন এর জন্য কোনো ভয়ভীতি কিংবা চাপ উপেক্ষা করে দায়িত্ব পালনে জেলা দায়রা বিচারকদের প্রতি নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন