নরসিংদীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দনগর এলাকায় লোকাল ও আন্তজেলা বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০), লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫০) ও কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মনোহরদী থেকে নরসিংদীগামী নিরাপদ পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাসই দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২২ জন।
‘আহতদের জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে আরো আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি আরো জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসই আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন