প্রধানমন্ত্রীর সংলাপ ছিল ‘লোক দেখানো’: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ ছিল লোক দেখানো। এ কারণেই জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি না মেনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন।
জিরভী বলেন, ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকালে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি ও মিথ্যা মামলার বিষয়টি উত্থাপন করেন ঐক্যফ্রন্টের নেতারা।
‘আশ্বাস প্রদান করে প্রধানমন্ত্রী এমন মামলা ও সেই মামলায় করা আসামিদের নামের তালিকা তাকে দিতে বলেন।
রিজভী বলেন, তার (প্রধানমন্ত্রী) দেয়া প্রতিশ্রুতির প্রতি আশ্বস্ত হয়ে দুই দফায় সুনির্দিষ্টভাবে দুই হাজার ৪৮ মামলার তালিকা তার কার্যালয়ে জমা দেয়া হয়।
‘সেই মামলাগুলোতে এজাহারনামীয় আসামির সংখ্যা ছিল ৪৮৭ জন, অজ্ঞাত কয়েক লাখ। যার মধ্যে ততদিনে গ্রেফতার করা হয়েছিল ৭৭৩ জনকে।’
তিনি আরও বলেন, পাশাপাশি ইসির চাহিদা মোতাবেক একই তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়া হয়।
‘কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে লিখিত ও মৌখিক, উভয়ভাবে অবহিত করার পরও প্রতিকারের বিষয়ে অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন