আমাকে হুমকি দেয়া হচ্ছে : কনকচাঁপা
সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেছেন, আমাকে হুমকি দেয়া হচ্ছে। কিন্তু আমি পালিয়ে যাওয়ার মানুষ নই।
শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। এসময় সভায় তিনি ধানের শীষে ভোট চান। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা।
এসময় কনকচাঁপা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। এই সরকার বিএনপির নেতাকর্মীদের গুম-খুন করছে, নির্বাচনী সভায় বাধা দিচ্ছে। মানুষ এগুলো দেখতে চায় না।
তিনি আরও বলেন, আমাকে হুমকি দেয়া হচ্ছে। কিন্তু আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। দলের নেতাকর্মী ও কাজিপুরের জনগণ আমার সঙ্গে থাকলে ধানের শীষের বিজয় হবেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন