ব্যর্থ শ্রীলঙ্কার হাল ধরছেন মালিঙ্গা
শ্রীলঙ্কার রাজনীতির মাঠের ছোঁয়া যেন তাদের ২২ গজের মাঠেও পড়েছে।
সেখানে তাদের রাজনৈতিক অস্থিরতা যেন ক্রিকেটেও পড়েছে।
বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে নির্বাচক, অধিনায়ক সবকিছুতেই দ্রুত পরিবর্তন হচ্ছে।
এবার অধিনায়কত্বের দায়িত্ব ভার গিয়ে পড়ল পেসার লাসিথ মালিঙ্গার ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ তাকে দলের অধিনায়ক পদে রাখা হয়েছে। সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন নিরোশান ডিকবেলা।
এ সিরিজে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা ক্রিকেটে নেতৃত্ব যেন মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে।
নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ইতিমধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে সীমিত ওভারের সিরিজে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সেখানে ইংল্যান্ড সিরিজে বাদ পড়া অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকেও ফিরিয়ে আনা হয়েছে।
ফর্ম খারাপ থাকায় দল থেকে বাদ পড়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। আরও বাদ পড়েছেন ওপেনার সাদিরা সামারা বিক্রমা ও বাঁ-হাতি স্পিনার আমিলা আপনসো।
সে জায়গায় খেলবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা টপ অর্ডার ব্যাটসম্যান কুশল পেরেরা। কুশল মেন্ডিসও রয়েছেন আবারের স্কোয়াডে।
তবে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় তারকা স্পিনার আকিলা ধনঞ্জয়া এ সিরিজে খেলতে পারছেন না।
একনজরে শ্রীলঙ্কা দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দানুসকা গুনাথিলকা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষণ সান্দাকান, সিকুগে প্রসন্ন, দুশমন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন