নীল ভালবাসি || আফসান আলম
নীল ভালবাসি
আফসান আলম
আমি নীলে হারাতে ভালবাসি
তাই সুযোগ পেলেই
কোনো নীরব দুপুরে, নয়তো বিকেলে
নিরালায় শুয়ে-নীলিমায়
আঁখি মেলে রাখি।
আমি মুক্ত মনা পাখি
তাই যখন-তখন
অজানায় ঘুরে-ঘুরে
হাওয়ার রং মাখি।
হঠাৎ আবার মেঘের সনে
প্রেমের স্রোতে ভাসি।
আমি নীল ভালবাসি!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন