ভোট চাওয়ার অধিকার একমাত্র আ.লীগের : নাসিম
জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগেরই আছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, উন্নয়ন দেবে আওয়ামী লীগ, আর ভোট চাইবে অন্যরা এ দেশের জনগণ তা মেনে নেবে না। মানতে পারে না। সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার সাহস না পেয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের মায়াকান্নায় জনগণের মন গলবে না।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে আব্দুল্লাহ আল মাহমুদ কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ১০ বছরের শাসনামলে দেশের উন্নয়ন করেছেন, জঙ্গি দমন করেছেন, পদ্মাসেতু নির্মাণ করছেন। এ দেশের মানুষ শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন। এ দেশের জনগণ বিজয়ের মাস ৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে রায় দেবে, শান্তির পক্ষেই থাকবে।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সেলিনা বেগম স্বপ্না এমপি, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হাজী ইসহাক আলী, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, রিয়াজ উদ্দিন, হেলাল উদ্দিন ও দানীউল হক দানী মোল্লা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন