আমার গাড়ি অনুসরণ করছে হেলমেটধারীরা
মৌলভীবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে চিঠি পাঠিয়ে নিজের এবং কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তা চেয়েছেন। সোমবার দুপুরে মুজিবুর রহমান মুজিব জেলা প্রশাসক বরাবর এই চিঠি পঠিয়েছেন।
চিঠিতে মুজিব অভিযোগ করে লিখেন, তার নির্বাচনী বিভিন্ন সভায় হামলা ও ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। তার নির্বাচনী সভার আশেপাশে দা, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
চিঠিতে তিনি স্থানীয় প্রশাসনকে অভিযুক্ত করে লেখেন, কোনো কিছুকে তোয়াক্কা না করে আমার দলীয় নেতীকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রায়ই আমার নির্বাচনী প্রচারণায় যাতায়াতের পথে হেলমেটধারী অজ্ঞাত কিছু মোটর বাইক নিয়ে আমার গাড়িকে অনুসরণ করে তাই আমি এবং আমার নেতাকর্মীরা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। একই সঙ্গে আমার পোস্টার ছিড়ে একই স্থানে প্রতিপক্ষের প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলার জেলা রিটার্নিং অফিসার তোফায়েল ইসলাম জানান, আমার হাতে এখানও চিঠিটি আসেনি। হয়তো আমার অফিসের কেউ রিসিভ করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন