মদ খেয়ে রাস্তায় ভিক্ষা করছে পুলিশ!
দিনেদুপুরে মদ খেয়ে রাস্তায় ভিক্ষা করছেন পুলিশের এক কনস্টেবল।
পুলিশের পোশাক পরে ভিক্ষা করার এ দৃশ্য দেখে পথচারীদের চোখ তো কপালে!
কেউ ভেবে পাচ্ছেন না পুলিশের লোক হয়ে কেন তিনি রাস্তায় ভিক্ষা করছেন।
পুলিশের ওই কনস্টেবলের নাম শ্যামল সিংহ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগ থানায় কর্মরত। গত দিন কয়েক ধরেই আরামবাগ এলাকায় তাকে ভিক্ষা করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকার বাসিন্দারা জানান, মদ খেয়ে আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ডসংলগ্ন গলি, ব্লকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাতছেন তিনি।
গত বুধবারও তাকে ওই কাজ করতে দেখা গেছে।
পুলিশের পোশাক গায়ে কেন-এ ধরনের কাজ করছেন, এমন প্রশ্নের জবাবে শ্যামল জানিয়েছেন, তার বাড়ে মালদাহে। এখন আরামবাগে পাঠানো হয়েছে। মদ খান বলে তার বেতন আটকে দেয়া হয়েছে। তাই ভিক্ষার জন্য রাস্তায় নেমেছেন।
তবে শ্যামলের বেতন আটকে দেয়ার কথা জানা নেই বলে দাবি করেছেন আরামবাগের আইসি শান্তনু মিত্র।
তিনি বলেন, কনস্টেবলের বেতন আটকে দেয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।
পোশাক গায়ে কর্তব্য অবহেলার জন্য ওই কনস্টেবলকে ক্লোজ করা হচ্ছে বলে জানিয়েছেন এসডিপিও (আরামবাগ) কৃশানু রায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন