হামলার আশঙ্কায় ৭ গানম্যান চেয়ে ইসিতে আ’লীগ প্রার্থীর চিঠি
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী ‘জঙ্গি’ হামলার আশঙ্কায় ৭ জন গানম্যান চেয়েছেন।
এ-সংক্রান্ত একটি আবেদন নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তার নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মিজানুর রহমান।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজশাহী-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর জীবন ঝুঁকিপূর্ণ। এজন্য তিনি নিজের জন্য ৭ জন গানম্যান চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন।’
মিজানুর রহমানের অভিযোগ, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আসনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইনি। কিন্তু, বিএনপির প্রার্থীরা নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের বলেন, ‘৭ জন গানম্যান চেয়ে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী আবেদন করেছেন। আমরা আবেদনের যৌক্তিকতা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন