টাঙ্গাইলে জাপা প্রার্থীর গাড়িবহরে হামলা
টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী সফিউল্লাহ আল মুনির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে শহরের মসজিদ রোডে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহর পৌঁছালে এ হামলার শিকার হয়। হামলায় প্রার্থীর বহনকৃত দুটি গাড়ি ভাঙচুরসহ অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার ঘটনায় জাপা নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সফিউল্লাহ আল মুনির বলেন, কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের হুমকি ও মারধর করে আসছে। এরই ধারাবাহিকতায় আজও আমার কর্মীদেরকে মারধর, দুটি গাড়ি ভাঙচুর ও ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রশাসনের প্রতি আমার আস্তা আছে। এ ঘটনার সঠিক বিচার পাব।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান বলেন, জাতীয় পার্টির দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় একজন আটক করা হয়েছে। তবে হামলায় ছিনিয়ে নেয়া টাকাগুলো পুলিশি হেফাজতে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন