বিজয় হবে আমাদের : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যাই হোক আমরা অবশ্যই তা মেনে নেব।
রোববার সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নির্বাচনে বিজয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আশাবাদী আমাদের বিজয় হবে।
তিনি বলেন, বাংলাদেশের লোক স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে ভোট দেবে। আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনো সহিংসতা চাই না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমাদের এই অগ্রগতি অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিভ্ন্ন দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছে।
এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। তারাও একই কেন্দ্রে ভোট দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন