একই কেন্দ্রে ভোট দিলেন আ.লীগ ও বিএনপি প্রার্থী
একই কেন্দ্রে ভোট দিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. একাব্বর হোসেন ও বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী। মির্জাপুর সরকারি এস.কে. পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তারা।
রোববার সকাল ৮টায় কেন্দ্রের প্রথম ভোট দেন টানা তিনবারের এমপি একাব্বর হোসেন। আর সকাল ৯টার দিকে বিএনপির প্রার্থী দুই বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ভোট দেন।
এছাড়া রোববার সকাল থেকেই ভোটারদের বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেতে দেখা গেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। মির্জাপুর উপজেলায় ৩ লাখ ২২ হাজার ৬৭৩ জন ভোটার আজ ভোট দেবেন।
সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জাপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন