ব্রাহ্মণবাড়িয়ায় এমপির সামনে গণ্ডগোল, গুলিতে কিশোর নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ইসরাইল মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
রোববার বেলা ১১টায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাইল মিয়া ওই গ্রামের সাঈদ মিয়ার ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন- রাসেল মিয়া (২৬), জাবেদ মিয়া (১৭) ও আলমগীর মিয়া (৫৫)।
এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ইসরাইলের বাবা সাঈদ মিয়া জানান, ইসরাইল স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী। সকালে সে ভোট কেন্দ্র দেখতে যায়। আমিও ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিয়ে বাড়িতে ফেরার পর জানতে পারি, ভোটকেন্দ্রে গোলোযোগে তার ছেলে গুলিতে মারা গেছে।
কার গুলিতে ছেলে মারা গেছে তিনি কিছু জানেন না বলে জানান।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ওই ভোট কেন্দ্রে গেলে একদল দুর্বৃত্ত তার উপর হামলার চেষ্টা করে। এ সময় সৃষ্ট গোলযোগে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, ইসরাইল গুলিতে নিহত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন