ময়মনসিংহে ঐক্যফ্রন্টের ৫ প্রার্থীর ভোট বর্জন
ময়মনসিংহে জাতীয় ঐক্যফ্রন্টের পাঁচ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ-৩ আসনের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৫ আসনের জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ আসনের ইঞ্জিনিয়ার শামছ উদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৮ আসনে গণফোরামের এ এইচ এম খালেকুজ্জামান এবং ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তারা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে নেমেছিলেন।
রোববার দুপুর আড়াইটায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের চার প্রার্থী এ ঘোষণা দেন। অন্যদিকে, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন গণফোরামের এ এইচ এম খালেকুজ্জামান।
তাদের অভিযোগ, জোর করে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া, মারপিট করা এবং গতরাতেই ব্যালটে সিল মেরে বাক্সে ফেলার কারণে তারা নির্বাজন বর্জন করতে বাধ্য হন।
ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের নাজীমুদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৫ আসনে কে এম খালিদ, ময়মনসিংহ-৬ আসনে মোসলেম উদ্দিন, ময়মনসিংহ- ৮ আসনে জাতীয় পার্টির ফখরুল ইমাম এবং ময়মনসিংহ-১১ আসনে কাজীমুদ্দিন আহমেদ নৌকা প্রতীকে ভোট করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন