ঘোষণার আগেই ফলাফল বর্জন আব্বাস দম্পতির
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের আসনে যে ফলাফলই হোক তা বর্জনের ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস ও আফরোজ আব্বাস দম্পতি।
রোববার বিকেল ৪টায় রাজধানীর শাহজাহানপুরের বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
মির্জা আব্বাস বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সে নির্বাচন দেশের জন্য প্রয়োজন নেই। এই ধরনের নির্বাচন যদি আগামীতে হয় তাহলে তাতে অংশগহণ করব না।
তিনি বলেন, এই যে আজ নির্বাচন হলো এই নির্বাচনের ফলাফল বর্জন করছি।
এর আগে সকালে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং ভোটারদের নানা অভিযোগে ভোট না দেয়ার সিদ্ধান্ত নেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও তার স্ত্রী ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে তারা নানা বিষয়ে অভিযোগ পেয়ে নিজেদের ভোটপ্রদান থেকে বিরত থাকেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন