বিপুল ভোটের ব্যবধানে জিতলো বদির বউ

কক্সবাজার-৪ আসনে (উখিয়া-টেকনাফ) আওয়ামী লীগ প্রার্থী শাহীনা আখতার চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
দুই উপজেলায় ১০০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে শাহীনা আখতার ১ লাখ ৬৫ হাজার ২২৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
এতে কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আখতার চৌধুরী ২ লাখ ২ হাজার ২৮২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শাহাজান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৯৫৭ ভোট।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন