শেখ হাসিনা : গণতন্ত্রের প্রতীক থেকে লৌহমানবী
‘শেখ হাসিনা : গণতন্ত্রের প্রতীক থেকে লৌহমানবী’ শিরোনামে শেখ হাসিনার জীবনীভিত্তিক বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। রবিবার বাংলাদেশে নির্বাচনের দিন প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, সমর্থকদের কাছে শেখ হাসিনা ‘মাদার অব হিউমিনিটি’। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় তাকে এ উপাধী দেয়া হয়েছে। তবে সমালোচকদের মতে, বিরোধীদের জেলে পুরেছেন তিনি, দমন করেছেন ভিন্নমত।
ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা-আক্রান্ত, দারিদ্র্যপীড়িত বাংলাদেশে শেখ হাসিনার আমলে অভাবনীয় অর্থনৈতিক উন্নতি হয়েছে বলে মনে করেন শেখ হাসিনার সমর্থকরা।
শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা বর্ণনা দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘২০০৯ সালে শেখ হাসিনা দ্বায়িত্ব নেয়ার পর বাংলাদেশের জিডিপি প্রতিবছর ৬ শতাংশের বেশি বেড়েছে। সর্বশেষ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৭.৮৬%। পুনরায় ক্ষমতায় এসে প্রবৃদ্ধিকে দুই অংকের ঘরে নিয়ে যেতে চান শেখ হাসিনা।’
‘শেখ হাসিনার শাসনামলেই বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে রয়েছে। দারিদ্র্য কমেছে ২০ শতাংশ হারে। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সংযোগের আওতায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন