রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে প্রাণ গেল রফিকের
ঢাক-চট্টগ্রাম রেললাইনের পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার সকালে মিরসরাইয়ের বারৈয়াহাট ও এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা মো. রফিক (৪৫)। তিনি ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার সীতাকুণ্ড ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম বলেন, ‘রেললাইনের পাশে প্রস্রাব করার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইটভাটার শ্রমিক রফিক নিহত হন। এ ছাড়া মিরসরাইয়ে একজন নিহতের খবর আমরা পেয়েছি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন