পাকিস্তানের চেয়েও শক্তিশালী বাংলাদেশের পাসপোর্ট
আন্তর্জাতিক ভ্রমণ তথা গমনাগমন নিয়ে গবেষণাকারী সংস্থা হেলনি পাসপোর্ট ইনডেক্স ২০১৯ সালের যে সূচক প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পার্সপোর্ট শক্তিশালী।
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৪১টি দেশ ভ্রমণ করতে পারে। আর পাকিস্তানের পাসপোর্টধারীরা পারে ৩৩টি দেশ ভ্রমণ করতে।
সম্প্রতি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭। আর পাকিস্তানের অবস্থান ১০২।
শুধু তাই নয়, সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্টধারী দেশের মধ্যে যে পাঁচটি দেশ রয়েছে, তার মধ্যে পাকিস্তানের অবস্থান তৃতীয়।
এই তালিকায় প্রথমে যৌথভাবে রয়েছে আফগানিস্তান ও ইরাকের নাম। এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়া ৩০টি দেশ ভ্রমণ করতে পারে। ৩২টি দেশ ভ্রমণ করতে পারা সোমালিয়া ও সিরিয়া যৌথভাবে রয়েছে দ্বিতীয় স্থানে।
চতুর্থ স্থানে রয়েছে ইয়েমেন। দেশটির নাগরিকরা ৩৭টি দেশ ভ্রমণ করতে পারে। আর পঞ্চম স্থানে থাকা ইরিত্রিয়ার নাগরিকরা ৩৮টি দেশ ভ্রমণ করতে পারে।
অন্যদিকে, তালিকার শীর্ষস্থানে এককভাবে রয়েছে জাপানের নাম। দেশটির নাগরিকরা ১৯০টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে।
এ ছাড়া সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে (১৮৯টি দেশ ভ্রমণ করতে পারে) দ্বিতীয়, ফ্রান্স ও জার্মানি যৌথভাবে (১৮৮টি দেশ ভ্রমণ করতে পারে) তৃতীয় স্থানে রয়েছে।
এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি ও সু্ইডেন যৌথভাবে চতুর্থ এবং লুক্সেমবার্গ ও স্পেন যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারত সূচকের ৭৯তম, শ্রীলঙ্কা ৯৫তম, নেপাল ৯৮তম এবং ভুটান ৮৩তম স্থানে অবস্থান করছে।
এ ছাড়া পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সূচকের ৯০তম স্থানে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন